সাতকানিয়ায় বাবার কুড়ালের কোপে মানসিক ভারসাম্যহীন ছেলে নিহত

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:৪৩ অপরাহ্ণ

সাতকানিয়ায় বাবার কুড়ালের কোপে মানসিক ভারসাম্যহীন এক ছেলে নিহত হয়েছে। নিহতের নাম মো. আক্কাস উদ্দিন (২৩)। আজ রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, নলুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব গাটিয়াডেঙ্গা তত্তার মসজিদ এলাকার চরপাড়ার হোসেন আহমদের মানসিক ভারসাম্যহীন ছেলে মো. আক্কাস উদ্দিন বিভিন্ন সময়ে বাবা-মা ও প্রতিবেশীদের ধাওয়া এবং মারধর করে।

ঘটনার দিন সকালে তার মাকেও মারধরের জন্য কয়েকবার ধাওয়া করে।

এদিকে, বিকাল সাড়ে পাঁচটার দিকে আক্কাস গাছ কাটার কথা বলে কুড়াল নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তখন বাবা-মাসহ পরিবারের সবাই তাকে নিষেধ করে কিন্তু আক্কাস নিষেধ না শুনে কুড়াল নিয়ে চলে যায়। এসময় হোসেন আহমদ দৌড়ে গিয়ে আক্কাসের কাছ থেকে কুড়াল কেড়ে নেয়ার চেষ্টা করে। তখন বাবা-ছেলে হাতাহাতিতে লিপ্ত হলে এক পর্যায়ে রাগান্বিত হয়ে বাবা হোসেন আহমদ কুড়াল কেড়ে নিয়ে ছেলে আক্কাসের মাথায় কোপ দেয়। এতে আক্কাস ঘটনাস্থলে মারা যায়।

খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নলুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মো. ইব্রাহিম জানান, নিহত আক্কাসের পরিবারের সবাই মানসিক ভারসাম্যহীন। তবে আক্কাস মানসিকভাবে একটু বেশি অসুস্থ। কুড়াল নিয়ে বাবা-ছেলের হাতাহাতির এক পর্যায়ে বাবা তাকে কুড়াল নিয়ে কোপ দেয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য নিহত আক্কাসের বাবা হোসেন আহমদকে ডেকে আনা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপর্নোগ্রাফি আইনের মামলায় পুলিশ কন্সটেবল রিমান্ডে
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে আগুনে ৯ পরিবার নিঃস্ব