সাতকানিয়ায় অনুমোদনবিহীন অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করায় বেকারিসহ পাঁচজনকে ৯২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) উপজেলার দেওদীঘি বাজারে এসব জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
জানা যায়, আজ সকালে সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দেওদীঘি বাজারে অভিযান চালায়।
এসময় অনুমোদনবিহীন অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বিপণনের দায়ে ঢাকা বেকারিকে ৫০ হাজার টাকা, আলিফ ফুডস এন্ড কফি শপকে ২০ হাজার টাকা, দুই ডাম্পার ট্রাকচালক ও এক অটোরিকশা চালককে লাইসেন্স না থাকায় ২২ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বদানকারী সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।