সাতকানিয়ায় স্কেভেটর দিয়ে অবৈধভাবে আবাদি জমির মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (৩০ নভেম্বর) সকালে কেরানীহাট-বান্দরবান সড়ক সংলগ্ন আমতল এলাকায় আবাদি জমির মাটি কাটায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা।
জানা যায়, উপজেলার ছদাহা ইউনিয়নের দস্তিদার হাট ও আমতল এলাকায় একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে স্কেভেটর দিয়ে আবাদি জমির মাটি কেটে বিক্রি করে আসছিল। খবর পেয়ে সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা আজ সকালে সেখানে অভিযান চালান।
এসময় রূপকানিয়ার নুরুল কবিরের পুত্র জাফর সাদেককে ২ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা জানান, আবাদি জমির মাটি কেটে তারা বিক্রি করছে। এজন্য জাফর সাদেক নামের একজনকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।