সাতকানিয়ায় অবৈধভাবে সাঙ্গু নদীর পাড় কেটে মাটি বিক্রি করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তার নাম মো. শহীদ (৪৭)।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা।
জানা যায়, সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন যাবৎ সাঙ্গু নদীর সাতকানিয়া অংশের কালিয়াইশ এলাকায় নদীর পাড় কেটে মাটি বিক্রি করে আসছিল। আজ শনিবার (১২ নভেম্বর) সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমার নেতৃত্বধীন ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এসময় অবৈধভাবে নদীর পাড় কেটে মাটি বিক্রি করায় কালিয়াইশ ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম কাটগড় এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মো. শহীদকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা জানান, এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।