সাতকানিয়ায় ৫ জনকে ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৯:৪২ অপরাহ্ণ

সাতকানিয়ায় সড়কের উপর পাকা পিলার নির্মাণ করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং সয়াবিন তেলের বোতলে ওজনে কম দেয়ায় ৫ জনকে ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার(৫ জুলাই) সাতকানিয়া পৌরসভার পশ্চিম ঢেমশা এলাকায় ও কেরানীহাটে এসব অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা।

জানা যায়, সাতকানিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড এলাকায় মৃত হাজী আবদুল কাদেরের পুত্র মো. জাকারিয়ার সড়কের উপর পাকা পিলার নির্মাণ করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির খবর পেয়ে সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা ঘটনাস্থলে গিয়ে পাকা পিলার নির্মাণের সাথে জড়িত মো. জাকারিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং পিলারটি গুড়িয়ে দেয়ার নির্দেশ দেন।

এদিকে, ভ্রাম্যমাণ আদালত কেরানীহাটে হোটেল আল নিশানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে হোটেলের মালিক মো. মানিককে ১৫ হাজার টাকা, সয়াবিন তেলের বোতলে ওজন কম পাওয়ায় সুমাইয়া স্টোরের মালিক মামুনুর রশিদকে ৫০ হাজার টাকা, মারুফা এন্টারপ্রাইজের মালিক রবিউল আলমকে ২৫ হাজার টাকা ও পলাশ স্টোরের মালিক ইমন পালকে ২৫ হাজার টাকাসহ ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা করে।

সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা জানান, আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে ১০ বছরের বৌদ্ধ শ্রামণের রহস্যজনক মৃত্যু
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে শুদ্ধাচার পুরস্কার পেলেন ইউএনও ফাহমিদা মুস্তফা