সাতকানিয়ায় ভারতীয় বস্তায় দেশী চাউল বিক্রি এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করায় দুই দোকনদারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সাতকানিয়া পৌরসভা এলাকায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
জানা যায়, সাতকানিয়া পৌরসভা এলাকায় কিছু চাউলের দোকানদার ভারতীয় ও দেশীয় অনেক ব্র্যান্ডের নামযুক্ত বস্তায় করে নিম্নমানের চাউল বিক্রি করে আসছিল।
আজ পৌর এলাকার মেসার্স হাজী নুরুল ইসলাম সওদাগর নামের চাউলের দোকানে এ অভিযান চালানো হয়।
এসময় ভারতীয় ও দেশীয় অনেক ব্র্যান্ডের নামযুক্ত বস্তায় চাল বিক্রি করে প্রতারণার দায়ে দোকান মালিক নুরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া ক্যাফে ব্রিজ নামের একটি খাবারের দোকানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পক্রিয়াকরণ এবং পরিবেশনের দায়ে মালিক মো. ইসমাইলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বদানকারী সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী অভিযান ও জরিমানার কথা নিশ্চিত করে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।