সাতকানিয়ায় রাতের আঁধারে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে নেয়ার অপরাধে ৪ জনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রবিবার রাতে সাতকানিয়া সদর ইউনিয়নের বারোদোনা এলাকায় মাটি কাটার সময় তাদের কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত সিদ্দিকী।
উপজেলা প্রশাসন সত্রমতে, সংঘবদ্ধ একটি চক্র রাতের আঁধারে সাতকানিয়া সদর ইউনিয়নের বারোদোনা এলাকায় বিলের কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছিল।
খবর পেয়ে সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়।
এসময় ৪ জনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো লোহাগাড়ার পদুয়ার আমির হোসেনের ছেলে কপিল উদ্দিন (২০), একই এলাকার লিয়াকত আলীর ছেলে মিনহাজ উদ্দিন (২০), আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহানের আবদুল আলমের ছেলে মোঃ হানিফ (২২) ও সাতকানিয়া সদর ইউনিয়নের বারোদোনার মৃত বদিউলি আলমের ছেলে মোঃ নাজিম উদ্দিন (৩৫)।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, দণ্ডপ্রাপ্ত ৪ জনই রাতের আঁধারে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছিল। একই রাতে এওচিয়ার চুড়ামড়িতে পাহাড়, গাটিয়াডেঙ্গায় কৃষি জমির মাটি ও ডলুনদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে অভিযান চালানো হয় কিন্তু তারা ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।