সাতকানিয়ায় হেফজখানার ছাত্রকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
গ্রেফতার শিক্ষকের নাম মো. নুরুল কাদের (২৯)।
গত ১১ জুন সাতকানিয়া পৌরসভার সামিয়ার পাড়া সোনাকানিয়া মজিদিয়া দাখিল মাদ্রাসা ও হেফজখানায় অভিযুক্ত শিক্ষক তার শয়নকক্ষে ওই ছাত্রের ওপর যৌন নিপীড়নের চেষ্টা করে এবং স্থানীয় জনতা গতকাল রবিবার (১৮ জুন) দুপুরে ভোয়ালিয়া পাড়া নৌকা ঘাট এলাকায় মারধর করে পুলিশে সোপর্দ করে।
গ্রেফতার নুরুল কাদের পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চকরিয়া পাহাড় কুমারমার ঝিরির বাহাদুল্লাহর ছেলে ও ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক।
যৌন নিপীড়নের চেষ্টার শিকার হেফজ বিভাগের ওই ছাত্রের বড় ভাই জানান, বিগত ২০২১ সালের জানুয়ারি মাসে তার ছোট ভাইকে পৌরসভার সামিয়ার পাড়া সোনাকানিয়া মজিদিয়া দাখিল মাদ্রাসা ও হেফজখানার হেফজ বিভাগে ভর্তি করা হয়। ভর্তির পর থেকে বিভিন্ন সময়ে অভিযুক্ত শিক্ষক নুরুল কাদের তার ভাইকে তার শয়নকক্ষে ডেকে নিয়ে গিয়ে তার হাত-পা টিপে দিতে বলত। সর্বশেষ গত ১১ জুন বিকালে তাকে তার শয়নকক্ষে ডেকে নিয়ে গিয়ে হাত-পা টিপে দিতে বলে। এক পর্যায়ে তাকে যৌন নিপীড়নের চেষ্টা করে। তখন সে দ্রুত সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসে। পরে তার মায়ের মোবাইল ফোন থেকে কল করে বিষয়টি জানায়।
এরপর গতকাল রবিবার দুপুরে ভুক্তভোগী ছাত্রের বড় ভাইয়ের কয়েকজন প্রতিবেশীসহ অভিযুক্ত শিক্ষক নুরুল কাদেরকে ভোয়ালিয়া পাড়া নৌকা ঘাট এলাকায় ডেকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। এসময় উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত জানান, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. নুরুল কাদেরের বিরুদ্ধে ভুক্তভোগী ছাত্রের বড় ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ আসামীকে গ্রেফতার করে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে।