সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এদেশকে পিছনে ফেলার আর কোনো সুযোগ নেই। বিএনপি-জামায়াত চক্রকে আর সুযোগ দেওয়া হবে না। তারা রাজপথে অগ্নি সন্ত্রাসের মাধ্যমে দেশকে আবারও অস্থিতিশীল করতে চায়। এই সুযোগ আর দেওয়া হবে না। সারা দেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখছে।”
যদি কোনো অপশক্তি শান্তি-শৃঙ্খলা, সম্প্রীতি নষ্ট করতে আসে তাদের কঠিন জবাব দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল বুধবার (১৯ জুলাই) সাতকানিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমনের সভাপতিত্বে ঢেমশা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এম এ মোতালেব সিআইপি একথা বলেন।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিবের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সদস্য গোলাম রব্বানী।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা যুবলীগ নেতা শেখ মিঠু, সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো জাবেদ, যুগ্ম সম্পাদক মো. আনোয়ার, প্রচার সম্পাদক মো. আবদুল মোনাফ, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম, আইন সম্পাদক আজম শফিক, উপ-প্রচার সম্পাদক নুরুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রাসেল, নাজিম উদ্দিন মানিক, মো. সেলিম, মো. মনির, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এস এন নুর রুবেল, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাঈদ হোসেন রুবেল, আবদুল গফুর, মোহম্মদ হাসান, পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক মো. ইদ্রিচ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এমরান, উপজেলা ছাত্রলীগ নেতা আরফাতুল ইসলাম সাজ্জাদ প্রমুখ।
সম্মেলনের ২য় অধিবেশনে মো. সাদেক হোসেনকে সভাপতি ও মো. আবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে ঢেমশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।












