সাতকানিয়ায় ইট তৈরির মেশিনে কাটা পড়ে শ্রমিক নিহত

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:৪৪ অপরাহ্ণ

সাতকানিয়ায় ইট তৈরির মেশিনে আটকে গিয়ে কাটা পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। নিহতের নাম মংপ্রুচিং মারমা (২৪)।

আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার এওচিয়ার ছনখোলা এলাকায় এলবিএম ইটভাটায় এ ঘটনা ঘটে। নিহত মংপ্রুচিং মারমা পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ২নং ওয়ার্ডের সোনাইছড়ি নয়া পাড়ার সুইচা চিং মারমার পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, মংপ্রুচিং মারমা গত এক মাস ধরে ছনখোলার এলবিএম ইটভাটায় শ্রমিকের কাজ করে আসছিল। আজ দুপুরে মংপ্রুচিং ইটভাটায় অটোমেটিক ইট তৈরির মেশিনে মাটি ফেলার কাজ করছিল। এসময় অসাবধানতাবশত মেশিনে পড়ে গিয়ে আটকে যায়। তখন মেশিনের ধারালো দাঁতগুলোতে কাটা পড়ে মংপ্রুচিং ঘটনাস্থলে মারা যায়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত জানান, ছনখোলার এলবিএম ইটভাটায় অটোমেটিক ইট তৈরির মেশিনে মাটি ফেলার কাজ করার সময় দুর্ঘটনাবশত মেশিনে পড়ে আটকে গিয়ে ও কাটা পড়ে মংপ্রুচিং মারমা নিহত হয়েছে। তার মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সাতকানিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফের দাম বাড়ল এলপিজির
পরবর্তী নিবন্ধচবির চারুকলা বন্ধ ঘোষণা : আন্দোলন চালিয়ে যাবে শিক্ষার্থীরা