সাতকানিয়ায় এক অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ৭০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।
আজ মঙ্গলবার (২ মে) বিকালে সাতকানিয়া সদর ইউনিয়নের গরিবারঝিল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সাতকানিয়া ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, আজ বিকাল ৪টার দিকে গরিবারঝিল এলাকার সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন বাবুলের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় পার্শ্ববর্তী মো. লিয়াকত আলী, আনোয়ার হোসেন, আবুল হাশেম, নুর হোসেন, সারওয়ার হোসেন, খোরশেদ আলম ভুট্টো, জাহেদুল হক, জিয়াবুল হক, মনজুরুল আলম, মুজিবুর রহমান, আমানত খাঁ, মাওলানা মাহামুদুল হক ও মহিউদ্দিনের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে, ঘটনার খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ মো. লিয়াকত আলী বলেন, “আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বসতঘর থেকে কেউ কোনো ধরনের জিনিসপত্র বের করতে পারেনি। ফলে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। সবাই এক কাপড়ে বের হয়ে গেছে। আগুন আমাদেরকে নিঃস্ব করে দিয়েছে।”
সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা এসএম হুমায়ুন কার্ণায়েন বলেন, “গরিবারঝিল এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন বাবুলের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে নির্ধারণ করা হবে।”












