সাতকানিয়ায় আওয়ামী লীগের মনোনীত এক ইউপি চেয়ারম্যানসহ দুইজন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
গেজেট বাতিলকৃতরা হলো কালিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আহমদ (বে. গেজেট ৬২২৯) ও বাবুল কান্তি দাশ (বে. গেজেট ২৮৯৭)।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট শাখার গত ১০ মার্চের এক প্রজ্ঞাপন ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের গেজেট বাতিল করা হয়।
সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আবু তাহের এলএমজি জানান, দুইজন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল হওয়ায় আমি উচ্ছ্বসিত। জালিয়াতি করে তারা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হয়ে এতদিন সরকারি সুযোগ-সুবিধা ভোগ করেছে। এখন যেহেতু গেজেট বাতিল হয়েছে সকল সুযোগ-সুবিধাও বাতিল করা হবে। তাদের গেজেট বাতিল হওয়ায় মুক্তিযোদ্ধারা আগামী শুক্রবার আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করবে।
তিনি আরো বলেন, “কালিয়াইশ ইউপি চেয়ারম্যান হাফেজ আহমদ মুক্তিযোদ্ধা নন। বরং স্বাধীনতা বিরোধীদের মদদদাতা। পিডিবিতে চাকরির মেয়াদ দুই বছর বৃদ্ধি করার জন্য জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হন। এমনকি মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে দুইবার চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন। প্রকৃত অর্থে হাফেজ অমুক্তিযোদ্ধা ও স্বাধীনতাবিরোধী। এজন্য গত ৮-৯ মাস আগে সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভার সিদ্ধান্ত মোতাবেক হাফেজ আহমদের গেজেট বাতিলের জন্য আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করি। এরপর হাফেজ আহমদকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাজির হওয়ার জন্য প্রথমে সাধারণ নোটিশ ও পরবর্তীতে তিন দফায় চূড়ান্ত নোটিশ প্রদান করা হয়। কিন্তু হাফেজ কোনো নোটিশের জবাবও দেননি এবং হাজিরও হননি। ফলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট শাখার গত ১০ মার্চের এক প্রজ্ঞাপন ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তার নামে ইস্যুকৃত বেসামরিক গেজেট বাতিল করা হয়।”
এছাড়াও ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশার অশ্বনী কুমার দাশের পুত্র বাবুল কান্তি দাশের (বে. গেজেট ২৮৯৭), লাল মুক্তি বার্তা (২০২০৬০০৬৭) গেজেট বাতিল করা হয়েছে।
বাবুল কান্তি দাশ বলেন, “আমার বয়স নিয়ে একটু সমস্যা ছিল। তা সংশোধন করে দিয়েছে। এরপরও কেন গেজেট বাতিল হলো বুঝতে পারছি না।”
অন্যদিকে, গেজেট বাতিলকৃত কালিয়াইশ ইউপি চেয়ারম্যান হাফেজ আহমদকে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি।