সাতকানিয়ার চরতি ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

সরকারি দায়িত্ব পালনে অবহেলা

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৩ জুন, ২০২৩ at ৮:৫৭ অপরাহ্ণ

ভ্রাম্যমাণ আদালতের আদেশ পালন না করা এবং অর্পিত সরকারি দায়িত্ব পালনে অবহেলার কারণে সরকারি সম্পদের ক্ষতি সাধন করায় সাতকানিয়ার চরতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল্লাহ চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গত ২০ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের আদেশ দেয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন গতকাল বৃহস্পতিবার (২২ জুন) হাতে পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে চরতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল্লাহ চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের আদেশ পালন না করা এবং অর্পিত সরকারি দায়িত্ব পালনে অবহেলার কারণে সরকারি সম্পদের ক্ষতি সাধন করায় চট্টগ্রাম জেলা প্রশাসক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।

চেয়ারম্যান মো. রুহুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে উল্লেখিত অভিযোগের কারণে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমিচীন নয় মর্মে সরকার মনে করে। রুহুল্লাহ চৌধুরী কর্তৃক সংঘটিত অপরাধ মূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থে পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারায় অপরাধ সংঘটিত করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা বলেন, “চরতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল্লাহ চৌধুরীকে চেয়ারম্যানের দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্তের প্রজ্ঞাপনটি বৃহস্পতিবার ই-মেইলে পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় এম এ মোতালেবের নেতৃত্বে র‍্যালি
পরবর্তী নিবন্ধকাপ্তাই লেকে ডু‌বে শিক্ষার্থীর মৃত্যু