ওভারটেক করতে গিয়ে ব্রিজের সাথে ঝুলছিল বাসটি

এক ঘণ্টা যান চলাচল বন্ধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

সাতকানিয়া প্রতিনিধি | সোমবার , ১৫ আগস্ট, ২০২২ at ৮:৪৮ অপরাহ্ণ

সাতকানিয়ায় সড়ক থেকে ছিটকে গিয়ে ব্রিজের সাথে ঝুলছিল একটি যাত্রীবাহী বাস। এসময় বাসের ১৩ জন যাত্রী আহত হয়েছে। বাসটি উদ্ধার করতে গিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

আজ সোমবার(১৫ আগস্ট) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের নয়াখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর বারোটার দিকে হানিফ পরিবহনের কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাস (নং-চট্টমেট্রো- ১১-১২৩৬) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের নয়াখাল এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গিয়ে ব্রিজের সাথে ঝুলতে থাকে।

এ ঘটনায় বাসের ১৩ যাত্রী আহত হয়। আহতরা হলেন আল আমিন (২১), হালিমা বেগম (১৬), শারমিন আকতার (২৫), একরাম হোসেন (৩২), মো. নাসির উদ্দিন (২৭), মো. আবদুল্লাহ (১২), সরওয়ার কামাল (৩৫), আবুল হাশেম (৪৫), জেসমিন আকতার (৩৫), মো. জায়েদ (৫), ফরিদা আকতার (১৭), মাহমুদা খাতুন (৬০) ও হাসান নুর (১৮)। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে, ব্রিজের সাথে ঝুলন্ত অবস্থায় থাকা যাত্রীবাহী বাসটি উদ্ধার করার সময় এক ঘণ্টারও বেশি সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে করে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ যাত্রীদের।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি একটি যাত্রীবাহী বাস সড়ক থেকে ছিটকে গিয়ে ব্রিজের সাথে ঝুলছিল। আর বাসভর্তি যাত্রী হাউমাউ করে চিৎকার করছিল। বাসটি ব্রিজের সাথে এমনভাবে ঝুলছিল যে যেকোনো সময় ব্রিজের নিচে পড়ে যেতে পারে। ফলে অনেক কৌশলে যাত্রীদের উদ্ধার করা হয়। উদ্ধার করে আহত যাত্রীদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।”

দোহাজারী হাইওয়ে থানার ওসি মাসুদুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এসময় যাত্রীবাহী বাসটি ব্রিজের সাথে ঝুলছিল। আমরা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। পরে বাসটি উদ্ধারের সময় সড়কে প্রায় এক ঘণ্টার মতো যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বাসটি উদ্ধারের পর যান চলাচল স্বাভাবিক হয়।”

তিনি জানান, যাত্রীবাহী বাসটি অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সড়ক থেকে ছিটকে গিয়ে ব্রিজের সাথে ঝুলছিল।

পূর্ববর্তী নিবন্ধপড়ালেখা-খেলাধুলার মতো পুকুরে ডুবে প্রাণও গেল একসাথে
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষার্থীর মৃত্যু