সাতকানিয়ায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে শঙ্খ নদীতে বালুবাহী নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিক আবদুল হামিদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৮টার দিকে নৌকা ডুবে যাওয়া স্থানের অল্প দূর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গতকাল বুধবার বিকাল ৪টার দিকে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে শঙ্খ নদীর আমিলাইষ এলাকায় বালুবাহী একটি নৌকা ডুবে যায়। এসময় শ্রমিক আবদুল হামিদ নিখোঁজ হয়েছিল। আবদুল হামিদ উপজেলার চরতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খইন্নার বাড়ি এলাকার জাগির হোসেনের পুত্র।
আবদুল হামিদের বড় ভাই মো. ইসমাইল জানান, হামিদ নিয়মিত ট্রাকে বালু তোলার কাজ করত কিন্তু বুধবার শঙ্খ নদীতে নৌকায় বালু তোলার কাজে যায়। নৌকাভর্তি বালু নিয়ে ফেরার পথে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে। তখন নৌকাটি উল্টে গিয়ে নদীতে ডুবে যায়।
এসময় অন্য দুই শ্রমিক সাঁতার কেটে কূলে উঠতে পারলেও হামিদ নিখোঁজ হয়। ঘটনার পরপর অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস কর্মী ও চট্টগ্রাম নগরীরর আগ্রাবাদ থেকে আসা ডুবুরি দল দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় ওইদিন উদ্ধার কাজ বন্ধ রাখে।
আজ সকালে পুনরায় উদ্ধার কাজ শুরু করে ডুবুরি দল। সকাল ৮টার দিকে হামিদের মরদেহ উদ্ধার করে তারা।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা এসএম হুমায়ুন কার্ণায়েন জানান, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিক হামিদকে উদ্ধারের জন্য গতকাল বুধবার বিকালে সাতকানিয়া ফায়ার সার্ভিস কর্মী এবং চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল অনেকক্ষণ কাজ করেছে। সন্ধ্যার দিকে অন্ধকার নেমে আসায় উদ্ধার অভিযান বন্ধ রাখতে হয়েছিল। ডুবুরি দল আজ বৃহস্পতিবার সকালে পুনরায় উদ্ধার কাজ শুরু করে এবং সকাল ৮টার দিকে শ্রমিক হামিদের মরদেহ উদ্ধার করে।