সাতকানিয়ায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে শঙ্খ নদীতে বালুবাহী একটি নৌকা উল্টে ডুবে গিয়ে এক শ্রমিক নিখোঁজ হয়েছে। তার নাম আবদুল হামিদ (১৮)।
আজ বুধবার (২৯ মার্চ) বিকালে শঙ্খ নদীর সাতকানিয়ার আমিলাইষ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রমিক আবদুল হামিদ উপজেলার চরতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খৈন্নার বাড়ি এলাকার জাগির হোসেনের পুত্র।
আবদুল হামিদের বড় ভাই মো. ইসমাইল বলেন, “আমার ভাই হামিদ ট্রাকে বালু তোলার কাজ করত কিন্তু আজকে শঙ্খ নদীতে নৌকায় বালু তোলার কাজে যায়। নৌকাভর্তি বালু নিয়ে ফেরার পথে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে। এসময় নদীতে বালুবাহী নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়। তখন অন্য দুই শ্রমিক সাঁতার কেটে কূলে আসতে পারলেও আমার ভাই হামিদ নিখোঁজ হয়। কালবৈশাখী ঝড় থেমে যাওয়ার পর আমরা খোঁজাখুঁজি করেছি। না পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারাও ঘটনাস্থলে এসে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।”
সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা এসএম হুমায়ুন কার্ণায়েন জানান, বিকালে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বালুবাহী একটি নৌকা উল্টে গিয়ে ডুবে যাওয়ার ঘটনায় এক শ্রমিক নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। একই সাথে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে ডুবুরি দলকে খবর দেয়া হয়। চট্টগ্রাম থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ চালায়। ডুবুরি দল দীর্ঘক্ষণ কাজ করার পর ডুবে যাওয়া নৌকাটির অবস্থান নির্ণয় করতে পেরেছে তবে অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ রাখতে হয়েছে।
ডুবুরি দল আগামীকাল বৃহস্পতিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করবে বলে জানান তিনি।