সাতকানিয়ায় ছাত্রলীগের লাঠি মিছিল দেখে পালিয়েছে যুবদল। তবে এর আগে সংক্ষিপ্ত আকারে বিক্ষোভ মিছিল সেরে নিয়েছে তারা।
আজ রবিবার(১৪ আগস্ট) সকালে উপজেলার কেরানীহাটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে দশটার দিকে যুবদল নেতা মোহাম্মদ মিশকাতুন্নবীর নেতৃত্বে স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল কেরানীহাট-বান্দরবান সড়কের সাকিব টাওয়ারের সামনে থেকে শুরু করে কেরানীহাট মোড়ে পৌঁছে।
এদিকে, যুবদলের মিছিলের খবর শুনে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে তাৎক্ষণিকভাবে কেরানীহাট উলা মিয়া মার্কেট থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠি মিছিল শুরু করে। এক পর্যায়ে ছাত্রলীগের লাঠি মিছিল দেখে যুবদল নেতা-কর্মীরা দ্রুত পালিয়ে যায়।
যুবদল নেতা মোহাম্মদ মিশকাতুন্নবী বলেন, “আমরা মিছিল শেষ করেছি। সভার প্রস্তুতি নিচ্ছিলাম। তখন পুলিশ এসে বাধা দেয়ায় চলে এসেছি।”
সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, “আজ সকালে ছাত্রদল-যুবদল নামধারী কিছু সন্ত্রাসী কেরানীহাটে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন ধরনের অশ্লীল স্লোগান দিচ্ছিল। তখন আমরা তাৎক্ষণিকভাবে লাঠি মিছিল বের করি। আমাদের লাঠি মিছিল দেখে তারা পালিয়েছে।”