সাতকানিয়ায় তিন লাখ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
গ্রেফতার ব্যক্তির নাম আবু হানিফ (৩৬)। এসময় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।
গত শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ ছদাহা কালু সিকদারের দোকান এলাকায় গাড়িতে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার ও মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক বিক্রেতা আবু হানিফ কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৬নং ওয়ার্ডের ডেইল পাড়ার মৃত নুরুল আলমের পুত্র।
জানা যায়, ঘটনার দিন রাতে র্যাব-১৫ এর কক্সবাজার ক্যাম্পের একটি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া এলাকায় অপরাধ দমনে কাজ করছিল। এসময় সড়ক দিয়ে পিকআপ যোগে কক্সবাজার থেকে ইয়াবার বিশাল একটি চালান চট্টগ্রামের দিকে যাওয়ার বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব দ্রুত সাতকানিয়ার কালু সিকদারের দোকান এলাকায় চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করে।
এক পর্যায়ে দ্রুতগামী একটি পিকআপ কালু সিকদারের দোকান এলাকায় পৌঁছার পর র্যাবের উপস্থিতি বুঝতে পেরে গাড়ি থামিয়ে দুইজন দ্রুত পালিয়ে যায়। অপর একজন গাড়ি থেকে একটি বস্তা নামিয়ে পালানোর চেষ্টা করছিল।
এসময় র্যাব তাকে আটক করে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদ করলে উক্ত বস্তায় ইয়াবা থাকার কথা স্বীকার করেন তিনি।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গাড়িতে আরো বিপুল পরিমাণ ইয়াবা থাকার কথাও জানান। পরে তাকে গ্রেফতার করা হয় এবং তার দেখানো মতে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সাথে ইয়াবা বহনের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
এ ঘটনায় র্যাব-১৫ এর ওয়ারেন্ট অফিসার মো. আবদুর রহমান বাদী হয়ে গত শনিবার রাতে সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত জানান, গ্রেফতার আসামীকে গতকাল রবিবার সকালে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে।