সাতকানিয়ায় ১২ হাজার ৯শ’ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতারকৃতের নাম সৈয়দ নুর (৬২)।
আজ বুধবার (১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কেরানীহাট এলাকা থেকে তাকে গ্রেফতার ও ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সৈয়দ নুর সাতকানিয়ার সামিয়ার পাড়ার মৃত হাজী ফয়েজ মিয়ার পুত্র।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, আজ ভোরে সাতকানিয়ার কেরানীহাট এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য মাদক বিক্রতারা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় সাতকানিয়ার সামিয়ার পাড়ার সৈয়দ নুরকে গ্রেফতার করা হয়। পরে তার হাতে থাকা শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে পুরাতন লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় ১২ হাজার ৯শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত জানান, র্যাব-৭ সৈয়দ নুর নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে।