সাতকানিয়ায় শিশুসহ দুইজন গুলিবিদ্ধের ঘটনায় গ্রেফতার তিন

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ এপ্রিল, ২০২৩ at ১২:১৯ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় শিশুসহ দুইজন গুলিবিদ্ধের ঘটনায় তিন আসামীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতাররা হলো আরিফুল ইসলাম মানিক (৩৫), আবদুর রহিম প্রকাশ ডালিম (৩৫) ও মো. মিজান (৩০)। মঙ্গলবার দিবাগত রাতে পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত রবিবার (২৩ এপ্রিল) দুপুরে সাতকানিয়ার এওচিয়ার পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে পাঁচ বছরের শিশু রাফি রাইয়ান ও সাংবাদিক এসএম কামরুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তারা দুইজনই এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন জানান, সাতকানিয়ায় শিশুসহ দুইজন গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি জেলা পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে। এ ঘটনায় জড়িত তিন আসামী পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়িতে অবস্থান করার বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে চট্টগ্রাম পুলিশ সুপার এসএম শফিউল্লাহ’র নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) আসাদুজ্জামানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ নুর আহমদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ মানিকছড়িতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।

তিনি আরো জানান, গ্রেফতারদের মধ্যে আরিফুল ইসলাম মানিকের বিরুদ্ধে ৮টি, আবদুর রহিম ডালিমের বিরুদ্ধে ১০টি ও মিজানের বিরুদ্ধে ৭টি হত্যা, অস্ত্রসহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেফতার আসামীদেরকে নিয়ে অন্যান্য আসামীদের গ্রেফতার ও গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, আরিফুল ইসলাম মানিক এবং সাংবাদিক এসএম কামরুল ইসলামের মধ্যে দীর্ঘদিন এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।

গত রবিবার সাতকানিয়ার এওচিয়ার পশ্চিম গাটিয়াডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে শামসুল ইসলাম পুতুনের দোকানে বসে গল্প করছিলেন এসএম কামরুল ইসলাম। তখন একই এলাকার আবদুর রহিমের পুত্র শিশু রাফি রাইয়ান দাদার দোকানে চকলেট নিতে আসে। এসময় সন্ত্রাসীদের গুলিতে শিশু রাফি ও এসএম কামরুল ইসলাম গুলিবিদ্ধ হয়।

ঘটনার পরদিন এসএম কামরুল ইসলাম বাদী হয়ে সাতকানিয়া থানায় ৯ জনকে আসামী করে মামলা দায়ের করেন। গুলিবিদ্ধ দুইজনই এখন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় জাল টাকার নোটসহ গ্রেফতার ২
পরবর্তী নিবন্ধমোবাইল সিম পাবে রোহিঙ্গারা