সাতকানিয়ায় ধর্ষণ চেষ্টা ও পরোয়ানাভুক্ত ১৫ আসামী গ্রেফতার

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ৪ জানুয়ারি, ২০২৩ at ১০:০৯ অপরাহ্ণ

সাতকানিয়ায় পৃথকভাবে অভিযান চালিয়ে ধর্ষণ চেষ্টা ও বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৫ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত, ঢেমশা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক ছৈয়দ ওমর, থানার এসআই মো. ইকবাল হোসেন, মো. আবদুর রহিম, মো. রাজু, মো. আমির হোসেন, এএসআই মো. নিজাম উদ্দিন, মো. আল আমিন, জহিরুল ইসলাম, মো. শহীদুল ইসলমের নেতৃত্বে পুলিশ উপজেলার খাগরিয়ার মজিদের পাড়া, উত্তর ঢেমশা বিল্লা পাড়া, পৌরসভার গোয়াজর পাড়া, আমিলাইষের পশ্চিম ডলু, সোনাকানিয়া, পুরানগড়ের বৈতারনী, কেঁওচিয়ার সামিয়ার পাড়া ও বাজালিয়ার বুড়ির দোকান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের দেয়া তথ্যমতে গ্রেফতারকৃতরা হলো খাগরিয়া ইউনিয়নের মজিদের পাড়ার ছালেহ আহমদের পুত্র ডাকাত আবদুল গফুর (৫২), উত্তর ঢেমশা বিল্লাপাড়ার রহিম হাজীর বাড়ির মৃত ইছা খলিলের পুত্র আবদুর রহিম (৫৮), আবদুর রহিমের পুত্র মো. ইরফান (১৫), দক্ষিণ ঢেমশা গোয়াজর পাড়ার মৃত জিয়াবুল হকের পুত্র মো. বাদশা মিয়া, বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের মিনিজির তলা আশেঘর পাড়ার এয়াকুব নবীর পুত্র ওসমান গনি, আমিলাইষ ইউনিয়নের পূর্ব ডলুর পশ্চিম পাড়ার মৃত হাজী আলী আহমদের পুত্র জমির উদ্দিন (৪৪), মো. ইউনুচ (৫২), আবু তৈয়বের পুত্র আবু তাহের (২৮), গারাঙ্গিয়া বদ সিকদার পাড়ার সোনা মিয়ার পুত্র মোঃ শাহাব উদ্দিন (৪৪), কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া সামিয়ার পাড়ার জাফর আলমের পুত্র মিজানুর রহমান মিজান (৩৫), একই এলাকার মৃত মোস্তাক আহমদের পুত্র নবাব মিয়া, পুরানগড়ের বৈতারনী এলাকার মৃত আমির হোসেনের পুত্র মো. শরীফ (২৪), মো. শফিউল আলম (৩০) ও বাজালিয়া বুড়ির দোকান এলাকার আবদুস শুক্কুরের পুত্র মো. আরিফ (৩০) ও একই এলাকার মহিউদ্দিনের পুত্র মো. মহিবুল্লাহ প্রকাশ মাসুদ।

সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত জানান, গ্রেফতারকৃতরা পরোয়ানাভুক্ত ও ধর্ষণের চেষ্টাসহ নিয়মিত মামলার আসামী। তাদেরকে আজ বুধবার (৪ জানুয়ারি) আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসড়কের গাছ কেটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রুশ জাহাজ বাংলাদেশের বদলে ভিড়ছে কোলকাতায়