সাতকানিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তিকে গুলি করার ঘটনায় আদালতে আত্মসমর্পনের পর রিমান্ডে আনা আসামীর কাছ থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। উক্ত আসামীর নাম মো. সাজ্জাদ হোসেন শিবলু (২৬)।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের রসুলাবাদ রমজুর বাপের বাড়ি এলাকার আসামীর বসতঘরের সামনের পরিত্যক্ত গোয়াল ঘর থেকে ১টি দেশীয় তৈরি অস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রসুলাবাদের রমজুর বাপের বাড়ির মৃত আলী হোসেনের ছেলে মো. সাজ্জাদ হোসেন শিবলু পূর্ব শত্রুতার জের ধরে গত ১২ আগস্ট রাতে মৈশামুড়ার নয়া পুকুর পাড় এলাকায় জনৈক দেলোয়ার কোম্পানির ব্রিকফিল্ড অফিসের ভেতর একই ইউনিয়নের পশ্চিম কাটগড় চৌধুরী পাড়ার মো. আলমগীরের ছেলে মো. ফোরকানকে এলোপাতাড়ি গুলি করে। এতে ফোরকান গুলিবিদ্ধ হয়ে গুরুতরভাবে আহত হয়।
এ ঘটনায় ১৪ আগস্ট সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে গত ২৭ আগস্ট আসামী শিবলু আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
এদিকে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আবদুর রহিম মামলার রহস্য উৎঘাটন, ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও অন্যান্য আসামীদের অবস্থান নির্ণয়ের সুবিধার্থে আসামী মো. সাজ্জাদ হোসেন শিবলুকে ১০ দিনের রিমান্ড চেয়ে ৩১ আগস্ট আদালতে আবেদন করেন। আদালত আসামী শিবলুকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।
পরে পুলিশ গত সোমবার আসামী শিবলুকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শিবলু পূর্ব শত্রুতার জের ধরে মো. ফোরকানকে গুলি করার ঘটনা স্বীকার করে এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্রের বিষয়ে তথ্য প্রদান করে। পরে পুলিশ তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য অভিযানে গেলে আসামী শিবলু তার বসতঘরের সামনে পরিত্যক্ত গোয়ালঘরের ভেতর থেকে নিজ হাতে অস্ত্র বের করে দেয়। এসময় ২ রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় আসামী শিবলুর বিরুদ্ধে সাতকানিয়া থানার এসআই মো. আবদুর রহিম বাদী হয়ে অস্ত্র আইনে পৃথক একটি মামলা দায়ের করেছেন। পুলিশের জিজ্ঞাসাবাদকালে আসামী শিবলু ফোরকানকে গুলি করার কথা স্বীকার করেছে। আজ তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে।