সাতকানিয়ায় সিএনজিচালিত একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গিয়ে নালায় পড়ে উল্টে গেলে চালক নিহত ও ৫ যাত্রী আহত হয়েছে। নিহত চালকের নাম মো. আমিনুল ইসলাম (৩৩)।
আজ সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে কেরানীহাট-বান্দরবান সড়কের সাতকানিয়াস্থ বাজালিয়ার বড়দোয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের শঙ্খের কূল এলাকার মো. আবদুল মোতালেবের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন দুপুর ২টার দিকে কেরানীহাটমুখী সিএনজিচালিত একটি অটোরিকশা কেরানীহাট-বান্দরবান সড়কের বাজালিয়ার বড়দোয়ারা এলাকায় পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গিয়ে পাশের নালায় পড়ে উল্টে যায়। এতে চালক ও ৫ যাত্রী গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্ত্বব্যরত চিকিৎসক চালক মো. আমিনুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত যাত্রী ছেনোয়ারা বেগম (৪৫), উম্মে সালমা (৩০), শাকিলা আকতার (৩৫), মো. সৌরভ (২৩) ও মো. ইউনুচ (৪৫)কে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত জানান, অটোরিকশা চালক নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গিয়ে নালায় পড়ে। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে চালক নিহত এবং যাত্রীরা আহত হয়। এ ঘটনার বিষয়ে নিহতের স্বজনদের কারো প্রতি কোনো ধরনের অভিযোগ নাই। এজন্য নিহত চালকের মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেয়া হয়েছে।