সাতকানিয়া বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫

সাতকানিয়া প্রতিনিধি | শনিবার , ১৯ নভেম্বর, ২০২২ at ১১:১৬ অপরাহ্ণ

সাতকানিয়ায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। নিহত বাস চালকের নাম মো. সুমন (৪৫)। তিনি ভৈরবের সূর্য মিয়ার পুত্র।

গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ চারা বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘটনার দিন রাতে কক্সবাজারমুখী এসআই পরিবহনের যাত্রীবাহী একটি বাস চট্টগ্রাাম-কক্সবাজার সড়কের সাতকানিয়াস্থ চারা বটতল এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসের চালক মো. সুমন ঘটনাস্থলে নিহত হন। এছাড়া বাসের হেলপার সাইফুল ইসলাম (৫৫), যাত্রী হামিদ উদ্দিন (৮০) ও ট্রাক চালক রোমান (২৬) সহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খাঁন মোহাম্মদ এরফান জানান, একটি যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বাসের চালক সুমন নিহত হয়েছেন। ট্রাক ও বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাথে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত
পরবর্তী নিবন্ধকালুরঘাটে পুলিশের সাথে সংঘর্ষে হিজড়া নিহত