সাতকানিয়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ১২ বছর বয়সী ছাত্রীটির নাম সাদিয়া আকতার।
আজ সোমবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ টাইম ক্যাফে রেস্টুরেন্ট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া আকতার ছদাহা ইউনিয়নের জানার পাড়ার মোস্তাক আহমদ সওদাগরের মেয়ে ও ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদিয়া আজ দুপুর ১২টার দিকে স্কুল থেকে প্রাইভেট পড়ে রিক্শায় করে বাড়ি ফিরছিল। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ টাইম ক্যাফে রেস্টুরেন্ট এলাকায় পৌঁছার পর রিক্শা থেকে নেমে রাস্তা পার হচ্ছিল। এসময় লোহাগাড়ামুখী সিএনজিচালিত একটি অটোরিকশার ধাক্কায় সাদিয়া গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কেরানীহাট আশশেফা হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে দোহাজারী পৌঁছার পর তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহমেদ জানান, রিক্শা থেকে নেমে সড়ক পার হওয়ার সময় সিএনজিচালিত একটি অটোরিকশার ধাক্কায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।