নিজের এবং পরিবার পরিজনের জন্য ঈদের কেনাকাটা করতে যাচ্ছিলেন ব্যবসায়ী মো. ফরহাদ হোসেন (৩৫) কিন্তু ঈদ বাজার করা হলো না তার। পরিবার-পরিজনের হাতে তুলে দেওয়া হলো না ঈদের পোশাক। এর আগেই যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে সাতকানিয়ায় যাত্রীবাহী বাস কেড়ে নিয়েছে মোটরসাইকেল আরোহী ফরহাদ হোসেনের প্রাণ। একই ঘটনায় তার বন্ধু হেলাল উদ্দিন (৩২) আহত হয়েছেন।
গতকাল রাত সাড়ে ৯টায় কেরানীহাট-বান্দরবান সড়কের সাতকানিয়াস্থ বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ফরহাদ হোসেন বান্দরবান পৌরসভার ৬নং ওয়ার্ডের বনরূপা এলাকার আবদুল মালেক সওদাগরের পুত্র ও বান্দরবান বাজারের মধ্যমপাড়া বার্মিজ মার্কেটের জিলানী স্টোরের মালিক।
পুলিশ ও এলাকাবাসী জানান, ব্যবসায়ী ফরহাদ হোসেন ও তার বন্ধু হেলাল উদ্দিন বান্দরবান থেকে মোটরসাইকেলযোগে ঈদের কেনাকাটা করতে কেরানীহাটে যাচ্ছিলেন। সড়কের বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা পূর্বাণী পরিবহনের একটি বাসের ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। এসময় ঘটনাস্থলেই ফরহাদ হোসেন নিহত হন ও তার বন্ধু হেলাল উদ্দিন আহত হন।
নিহতের ছোট ভাই মো. শাহেদ জানান, বড় ভাই ফরহাদ মোটরসাইকেলযোগে ঈদের কেনাকাটা করতে কেরানীহাট যাচ্ছিলেন। তিনি বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা পূর্বাণী পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মূলত যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে।