সাজেকের সাথে সড়ক যোগাযোগ ফের শুরু

আজাদী অনলাইন | বুধবার , ৫ অক্টোবর, ২০২২ at ৫:১১ অপরাহ্ণ

পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে পর্যটন কেন্দ্র সাজেকের পথে বন্ধ থাকা যানবাহন চলাচল ফের শুরু হয়েছে।

পাহাড় ধসের কারণে আজ বুধবার (৫ অক্টোবর) সকাল থেকে এই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। ফলে সাজেকগামী ও সাজেক থেকে ফেরা দুই দিকের পর্যটকরাই সড়কে আটকা পড়েন।

দুপুরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার জানান, মঙ্গলবার রাতে প্রচুর বৃষ্টির কারণে সাজেকে যাওয়ার পথে শুকনা নন্দ রামপাড়া এলাকায় রাস্তার উপর একটি পাহাড়ের বেশ বড় অংশ ধসে পড়ে। সেখানে কোনো বসতি না থাকায় ঠিক কখন ধসে পড়েছে তা জানা যায়নি। সকালে সড়কটিতে যানবাহন চলাচল শুরু হলে তখন জানা যায় পাহাড় ধসের বিষয়টি।

তিনি বলেন, “সকাল থেকেই সেনাবাহিনীর একটি দল রাস্তা থেকে মাটি সরানোর কাজ শুরু করে। দুপুর আড়াইটার দিকে যানচলাচল শুরু হয়।”

সড়ক ধসের কারণে সাজেক থেকে খাগড়াছড়িগামী প্রায় দুই হাজার এবং সাজেকগামী প্রায় দুই হাজার পর্যটক সড়কে আটকা পড়েছিল বলেও জানান তিনি।

পাহাড় ধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ইউএনও রুমানা আকতার।

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন বলেন, “পূজার ছুটির কারণে হাজারো পর্যটক ভিড় করেছিলেন পাহাড়ি উপত্যকা সাজেকে। সকালে ধসের বিষয়টি তারা জানতে পেরেছেন। সড়ক বন্ধ থাকায় সাজেক থেকে ফিরতি গাড়িগুলো মাচালং এলাকায় এবং সাজেকগামী গাড়িগুলো বাঘাইহাটে আটকে ছিল।”

সাজেকে ১১২টি কটেজ আছে। সব মিলিয়ে প্রায় চার হাজার পর্যটক সেগুলোতে থাকতে পারেন।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা সৈকতে উৎসবমুখর পরিবেশে চলছে প্রতিমা বিসর্জন
পরবর্তী নিবন্ধমুক্তিপণ দিয়েও খোঁজ মিলছে না রাঙ্গুনিয়া থেকে অপহৃত প্রবাসীর