লাগেজ থেকে যা খোয়ালেন, পেলেন তার চেয়েও বেশি

আজাদী অনলাইন | শনিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৪৩ অপরাহ্ণ

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের তিন নারী ফুটবলার কৃষ্ণা-শামসুন্নাহার-সানজিদারা খোয়ানো অর্থ ফিরে পেয়েছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশেনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ মেয়েদেরকে এই ক্ষতিপূরণ দিয়েছেন ব্যক্তিগত তহবিল থেকে।

নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফের প্রথম শিরোপা জিতে গত বুধবার দেশে ফিরে মেয়েরা। ফেরার পথেই কয়েকজন খেলোয়াড়ের লাগেজের তালা ভেঙে অর্থ ও জিনিসপত্র চুরি যাওয়ার অভিযোগ ওঠে। এরপরই সংবাদ সম্মেলনে হারানো সম্পদ পাওয়া না গেলে মেয়েদের ক্ষতিপূরণের ব্যবস্থা করার কথা জানান কিরণ।

আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) মেয়েদের হাতে সেই ক্ষতিপূরণ তুলে দেন তিনি।

৪০০ ডলার খোয়ানো শামসুন্নাহার সিনিয়র পেয়েছেন ১ লাখ টাকা। কৃষ্ণা রানী সরকারের ব্যাগ থেকে খোয়া গিয়েছিল ৯০০ ডলার ও ৫০ হাজার টাকা যার মধ্যে ৪০০ ডলার ছিল সানজিদা খাতুনের। কৃষ্ণা পেয়েছেন দেড় লাখ টাকা এবং আইফোন কেনার জন্য জমানো ৪০০ ডলারের বদলে সানজিদাকে আইফোন থার্টিন প্রো-ম্যাক্স কিনে দিয়েছেন কিরণ।

“মেয়েদের টাকা চুরির বিষয়ে গতকাল সংবাদ সম্মেলন করেছিলাম এবং আমি বলেছিলাম, বাংলাদেশ বিমান বা সিভিল এভিয়েশনের পক্ষ থেকে এই টাকা যদি না দেওয়া হয় তাহলে বাফুফে বা সভাপতি বা আমার পক্ষ থেকে মেয়েদের টাকাটা দিয়ে দেওয়া হবে এবং সেটা আজ আমরা দিয়ে দিচ্ছি। সিভিল এভিয়েশন বা বিমানের পক্ষ থেকে…তারা জানিয়েছেন, তারা কিছু খুঁজে পাননি। কিছু খুঁজে না পেলে তো আমরা কিছু করতে পারব না।”

হারানো অর্থ ফিরে পেয়ে খুব খুশি খেলোয়াড়রা। আইফোন হাতে নিয়ে হাসি মুখে সন্তৃষ্টির কথা জানান মিডফিল্ডার সানজিদা।

তিনি বলেন, “আমি খুব খুশি, আমার খুব ভালো লাগছে। আমার স্বপ্ন ছিল আমার যে প্রাইজমানি সেটার সঙ্গে আরও কিছু টাকা যোগ করে আইফোন কিনব, এখন সেটা পেয়ে গেছি।”

মায়ের জন্য স্বর্ণালঙ্কার কিনতে চেয়েছিলেন কৃষ্ণা, সেই টাকা হারিয়ে মুষড়ে পড়েছিলেন এই ফরোয়ার্ড। খোয়া যাওয়া টাকা ফিরে পেয়ে খুশি ফাইনালে জোড়া গোল করা কৃষ্ণা।

তিনি বলেন, “টাকাটা ফিরে পেয়ে খুশি। আমি আজকেই দোকানে যাব এবং মায়ের জন্য যে মালাটা দেখেছিলাম, সেটা কিনব।”

আনন্দিত কণ্ঠে শামসুন্নাহারও বলেন, “আমরা যতটুকু হারিয়েছি, তার চেয়ে বেশি পেয়েছি। আমরা আসলেই খুশি।”

পূর্ববর্তী নিবন্ধএক দিনে ফের ৪ করোনা রোগীর মৃত্যু
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ১৪ কক্ষ প্রত্যবেক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি