ইউক্রেইনের রাজধানী কিইভে বহুতল একটি অফিস ভবনে আঘাত হেনেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। ওই ভবনেই অবস্থিত জার্মান কনস্যুলেট।
আজ সোমবার (১০ অক্টোবর) সকালে ভবনটিতে হামলা হয় বলে জানিয়েছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় যদিও হামলার সময় কনস্যুলেটে কেউ ছিল না। ইউক্রেইনে যুদ্ধ শুরুর পর থেকে কনস্যুলেটটি খালি পড়ে আছে।
পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, “কয়েক মাস ধরে ওই ভবনে কোনো কাজ হচ্ছে না।” হামলার পর সেখানে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে জার্মান সরকার কিইভের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে বলে জানান তিনি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘ক্রাইমিয়ার গুরুত্বপূর্ণ সেতুতে হামলার প্রতিশোধ নিতেই ইউক্রেইনজুড়ে রুশ বাহিনীর ব্যাপক হামলা শুরু হয়েছে।”
রাশিয়া ও ক্রাইমিয়ার মধ্যকার প্রধান ওই সংযোগ সেতুতে বিস্ফোরণের জন্য পুতিন ইউক্রেইনকে দায়ী করে তাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছেন এবং এর পরই সোমবার কিইভসহ বিভিন্ন শহরে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে।
ইউক্রেইনজুড়ে এ হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। রাশিয়ার এই প্রতিশোধমূলক হামলার নিন্দা করেছে জার্মানি।
জার্মান প্রতিরক্ষামন্ত্রী সোমবার বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেইনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে জার্মানি।
এক বিবৃতিতে তিনি বলেন, “কিইভসহ বিভিন্ন শহরে নতুন করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলাই দেখিয়ে দিচ্ছে ইউক্রেইনকে দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা কতটা জরুরি।”