রুশ নাগরিকত্ব পেলেন স্নোডেন

মার্কিন গোপন তথ্য ফাঁসকারী

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর, ২০২২ at ১২:২২ পূর্বাহ্ণ

সাবেক মার্কিন গোয়েন্দা সংস্থার কন্ট্রাক্টর এডওয়ার্ড স্নোডেনকে নাগরিকত্ব দিয়েছে রাশিয়া।

সোমবার (২৬ সেপ্টেম্বর) তিনি রুশ নাগরিকত্ব পান।

এদিন স্নোডেনসহ ৭২ জন বিদেশীকে রাশিয়ার নাগরিকত্ব দেওয়া হয়।

প্রসঙ্গত, ২০১৩ সালে কিছু গোপন নথি ফাঁস করার পর স্নোডেন যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন। ওইসব নথির মাধ্যমে যুক্তরাষ্ট্রে এবং আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার(এনএসএ) নজরদারির তথ্য প্রকাশ পায়।

গুপ্তচরবৃত্তির অভিযোগে স্নোডেনকে ফৌজদারি বিচারের মুখোমুখি করতে যুক্তরাষ্ট্র তাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০১৭ সালে বলেছিলেন, স্নোডেনের গোপনীয়তা ফাঁস করা ভুল ছিল কিন্তু তিনি বিশ্বাসঘাতক ছিলেন না।

২০২০ সালে স্নোডেনকে স্থায়ীভাবে বসবাসের অধিকার দেন পুতিন। এতে তার জন্য রাশিয়ান নাগরিকত্ব পাওয়ার পথ সুগম হয়।

নাগরিকত্ব পাওয়ার বিষয়ে স্নোডেনের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে পুঁ‌তে ফেলা হা‌তি তুলে ফের ময়নাতদন্ত
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা