ইউক্রেনের খারকিভের দক্ষিণ-পূর্বে হ্রোজা নামের একটি গ্রামে রুশ বিমান হামলায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৬ বছর বয়সী একটি শিশুও রয়েছে।
স্থানীয়রা একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণের সময় স্থানীয় সময় ১টা ১৫ মিনিটের দিকে এই হামলা চালানো হয়।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সেখানে শুধু বেসামরিক মানুষজন ছাড়া কোনো সামরিক স্থাপনা ছিল না বলে জানায়।
খারকিভের আঞ্চলিক প্রধান ওলেহ সিনিয়েহুবভ এই আক্রমণকে ওই অঞ্চলের সবচেয়ে ‘রক্তাক্ত অপরাধ’ হিসেবে বর্ণনা করেছেন।
তিনি রাশিয়ার এই হামলায় যারা নিহত হয়েছেন তাদের সবাই ওই গ্রামের অধিবাসী বলে উল্লেখ করে জানান, ২০২০ সালের হিসাব অনুযায়ী ওই গ্রামের জনসংখ্যা ছিল ৫০১ অর্থাৎ আজকের হামলায় গ্রামটির ১০ শতাংশ মানুষই নিহত হলো।