কক্সবাজারের ঈদগাঁওতে বন্ধুদের সঙ্গে বাজি ধরে টাটকা গরম চা পান করে মোহাম্মদ মোস্তফা(২০) নামের এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস বাজারের একটি চায়ের দোকানে ঘটনাটি ঘটে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহত মোস্তফা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তারা তিন বন্ধু একটা চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় গরম চা পানের বাজি ধরে। এরপর গরম চা পান করতে গিয়ে মোস্তফার খাদ্যনালী ও শ্বাসনালী পুড়ে যায়। তার জ্বালা পোড়া শুরু হলে তাকে প্রথমে স্থানীয় ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হলেও এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি বলে জানান তিনি।