পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, “ভালো খাওয়া-দাওয়ার আশায় ভারত থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আসছেন। এটা আমাদের জন্য একটি দুশ্চিন্তা।”
আজ মঙ্গলবার (১৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ড. মোমেন জানান, দুর্ভাগ্যবশত অনেক রোহিঙ্গা বাংলাদেশে চলে আসছেন। ওই রোহিঙ্গারা ২০১২ সালে ভারতে গিয়েছিলেন এবং সেই দেশের বিভিন্ন প্রদেশে ছিলেন। এখন তারা শুনেছেন যে বাংলাদেশে এলে খুব ভালো খাওয়া-দাওয়া পাওয়া যাবে। এজন্য তারা আমাদের দেশে আসছেন। আমরা ভারতকে বলব যে এ ধরনের ঘটনা ঘটছে।”
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আগামী ৩০ মে দিল্লিতে জেসিসির (জয়েন্ট কনসালটেটিভ কমিশন) বৈঠক হবে। সেখানে দ্বিপক্ষীয় বৈঠকে অনেক বিষয়ে আলোচনা হবে। এছাড়া আগামী ২৮ মে আসামের গৌহাটিতে নদী কনফারেন্স হবে। সেখানে আমি যোগ দেব।”