সারা দেশে গত মাসে অর্থাৎ সেপ্টেম্বরের ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত ৩ হাজার ৫৯৫টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৫১৭ জন।
এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ হাজার ২৮০ জন। সেভ দ্য রোড-এর মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশের ২৫টি জাতীয় দৈনিক, বিভিন্ন সংবাদ সংস্থা ও টিভি চ্যানেলে প্রকাশিত-প্রচারিত তথ্যের পাশাপাশি সারা দেশে স্বেচ্ছাসেবীদের তথ্যানুসারে এ প্রতিবেদন তৈরি করেছে সংস্থাটি।
সংস্থার মহাসচিব শান্তা ফারজানা বলেছেন, “কেবলমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপের অভাব এবং পুলিশ-প্রশাসনের দায়িত্বে অবহেলার কারণে প্রতিনিয়ত একের পর এক দুর্ঘটনা ঘটছে।”
সেপ্টেম্বরের এ প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ৬৭৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ৫০৯ জন এবং নিহত হয়েছেন ৪৬ জন।
৯০৩টি বাস দুর্ঘটনায় আহত হয়েছেন ৮৯৩ জন এবং নিহত হয়েছেন ৬৭ জন, ১ হাজার ১১টি মিনিবাস দুর্ঘটনায় আহত হয়েছেন ৯শ’ ৯ জন ও ২৭৫ জন নিহত হয়েছেন।
ব্যাটারিচালিত যান, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশাসহ মাঝারি ও ক্ষুদ্র ধরনের বাহনে ১ হাজার ৬টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৯শ’ ৬৯ জন এবং নিহত হয়েছেন ১০৯ জন।
সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানা বলেন, “সড়ক-মহাসড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপন-পর্যবেক্ষণ এবং ৫ কিলোমিটার অন্তর অন্তর পুলিশ বুথ স্থাপন করা হলে সড়কপথ দুর্ঘটনা ও যাত্রী হয়রানি-খুন-ধর্ষণমুক্ত হবে।”