ঈদের পর ফিরতি ট্রেন টিকেট বিক্রি শুরু

আজাদী অনলাইন | শনিবার , ১৫ এপ্রিল, ২০২৩ at ১২:৫৬ অপরাহ্ণ

ঈদের পর ট্রেনের ফিরতি টিকেট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

আজ শনিবার (১৫ এপ্রিল) সকাল ৮টায় শুরু হওয়া এই কার্যক্রমে শতভাগ টিকেট বিক্রি করা হচ্ছে অনলাইনে।

আজ শনিবার বিক্রি করা হচ্ছে ২৫ এপ্রিলের টিকেট।

এছাড়া আগামীকাল ১৬ এপ্রিল বিক্রি হবে ২৬, ১৭ এপ্রিল বিক্রি হবে ২৭, ১৮ এপ্রিল বিক্রি হবে ২৮, ১৯ এপ্রিল বিক্রি হবে ২৯ এপ্রিলের এবং ২০ এপ্রিল বিক্রি হবে ৩০ এপ্রিলের অগ্রিম টিকেট।

ঈদ উপলক্ষে আন্তদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

তবে আন্তদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় ফের আগুন
পরবর্তী নিবন্ধজাপানের প্রধানমন্ত্রীর ওপর হামলা