আ জ ম নাছিরের হাতে আনুষ্ঠানিক ফলাফল হস্তান্তর

চট্টগ্রাম-১০ উপ-নির্বাচন

আজাদী অনলাইন | সোমবার , ৩১ জুলাই, ২০২৩ at ২:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু।

গতকাল রবিবার (৩০ জুলাই) বেসরকারিভাবে মহিউদ্দিন বাচ্চুকে জয়ী ঘোষণা করা হলেও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট আ জ ম নাছির উদ্দীনের হাতে আনুষ্ঠানিক ফলাফল হস্তান্তর করা হয় আজ সোমবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে।

এসময় সঙ্গে ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, রবিবার ফলাফল ঘোষণা করা হলেও কিছু প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ফলাফলের দাফতরিক কপি প্রার্থীদের দেওয়া যায়নি। তাই আজ আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মনোনীত ব্যক্তির কাছে ফলাফল হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, এ নির্বাচনে ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন ভোটারের বিপরীতে মোট ভোট পড়েছে ৫৭ হাজার ১৫৩টি যা শতাংশের হিসেবে ১১ দশমিক ৭০।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে ‘ব্র্যান্ড ব্লিটজ’
পরবর্তী নিবন্ধস্বামী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী গ্রেফতার