সাম্প্রতিক অগ্নিকাণ্ডগুলো ‘রহস্যজনক’

বিএনপি মহাসচিব ফখরুল

আজাদী অনলাইন | শনিবার , ১৫ এপ্রিল, ২০২৩ at ৫:২৩ অপরাহ্ণ

রাজধানী ঢাকার নিউ সুপার মার্কেটসহ সাম্প্রতিক সময়ের সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকে ‘রহস্যজনক’ বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (১৫ এপ্রিল) নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের পর এক বিবৃতিতে তিনি বলেন, “ঈদের আগে বঙ্গবাজারে স্মরণকালের ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরবর্তীতে বৃহস্পতিবার নবাবপুর মার্কেটে আগুন লাগার কয়েকদিনের মধ্যে এই নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনা ‘খুবই রহস্যজনক’। রাজধানীসহ দেশের বড় বড় মার্কেটে আগুন লাগার ঘটনায় ইতোমধ্যে ব্যবসায়ীসহ জনসাধারণের মনে অনেক প্রশ্নের উদ্রেক হয়েছে।”

পুনরাবৃত্তির কারণে এসব অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করেন বিএনপি মহাসচিব।

অগ্নিকাণ্ডের এসব ঘটনা নাশকতা কি না তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মইন উদ্দিন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নাশকতার সন্দেহ পোষণ করছেন। সেই সঙ্গে এর সঙ্গে বিএনপির যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখার কথা বলেছেন।

বিএনপি মহাসচিব ফখরুল আবার সরকারের ব্যর্থতাকে দায়ী করে বিবৃতিতে বলেছেন, “পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে রাজধানীর বঙ্গবাজারে স্মরণকালের ভয়ানক অগ্নিকাণ্ড এবং গত বৃহস্পতিবার নবাবপুর মার্কেটে আগুন লাগার কয়েকদিনের মাথায় আজ আবারও নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনায় প্রমাণিত যে আওয়ামী অবৈধ সরকার কেবলমাত্র রাষ্ট্রক্ষমতা রক্ষা করতেই ব্যস্ত, অগ্নিকাণ্ড রোধসহ জনহিতকর কাজে তাদের কোনো আগ্রহ নেই। দেশের বড় বড় মার্কেটে সংঘটিত ধারাবাহিক অগ্নিকাণ্ডে বহু মানুষ হতাহত ও ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে তাতে আওয়ামী সরকারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। এসব অগ্নিকাণ্ড নিয়ে তদন্ত কমিশন গঠিত হলেও তা কখনও আলোর মুখ দেখে না।”

পূর্ববর্তী নিবন্ধবিএনপি-জামায়াত অগ্নিকাণ্ড ঘটাচ্ছে কি না তা খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধ৪৮ মিনিট বিদ্যুৎহীন চট্টগ্রাম