নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মে) দিবাগত রাতে নগরীর চান্দগাঁও ও হালিশহর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ফেনী জেলার সোনাগাজী থানার মুজাপুর এলাকার ওয়ালী ভূইয়া বাড়ির মৃত বদিউজ্জামানের ছেলে মো. জসিম(৫০) ও নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকার স্বপন মোল্লার আতর আলীর বাড়ির আব্দুল হালিমের ছেলে মো. শাকিল আহমদ মুন্না(২৯)।
পুলিশ জানিয়েছে, গত ১ মে রাত ১১টার দিকে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে কাচের চুড়ি দেওয়ার কথা বলে প্রতিবেশী মো. জসিম ও মো. মুন্না ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে গত ৩ মে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের ধর্ষণের কথা জানায়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর ভাই বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন।
বায়েজিদ বোস্তামী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. খাইরুল ইসলাম বলেন, “পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে মো. জসিম ও হালিশহর থানা এলাকা থেকে মো. মুন্নাকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।”
পরে রিমান্ড আবেদন করা হবে বলে জানান ওসি খাইরুল।