রাউজানে যুবকের আত্মহত্যা

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:২১ অপরাহ্ণ

রাউজানের কদলপুর ইউনিয়নে নিজ ঘরে ফাঁসিতে ঝুলে সজল বড়ুয়া (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জয়নগর বড়ুয়া পাড়ার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

সজল বড়ুয়া ওই এলাকার মৃত নির্মল বড়ুয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সজল বড়ুয়া দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে দেশে চলে আসার পর আর যাননি। পরে চট্টগ্রাম শহরে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। এক বছর ধরে তিনি ঘরে আছেন। প্রায় সময় মোবাইল-কম্পিউটার নিয়ে ইন্টারনেটভিত্তিক গেমসে ব্যস্ত থাকতেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রশিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকখনো ওসি, কখনো এসপি পরিচয়ে প্রতারণা
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে তেলের গাড়ি-মাছ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৪