রাউজানে প্রাইভেট কারের ধাক্কায় শিশু নিহত

রাউজান প্রতিনিধি | সোমবার , ১৮ এপ্রিল, ২০২২ at ১০:২৭ অপরাহ্ণ

কাপ্তাই সড়কের রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে একটি প্রাইভেট কারের ধাক্কায় তিশা আকতার (৬) নামে এক শিশুর নিহত হয়েছে।

আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিশা স্থানীয় কাতালপীর মাজার গেইট সংলগ্ন টমটম চালক নুর উদ্দিন ও জোসনা আকতারের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আজ সন্ধ্যা ৭টার দিকে তাপবিদ্যুৎ প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী তিশা সড়ক পার হয়ে বাড়ি ফিরছিল। এসময় রাঙ্গুনিয়ার দিক থেকে আসা শহরমুখী এক মহিলা চিকিৎসকের প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তিশাকে মৃত ঘোষণা করেন।

প্রাইভেট কারটি পুলিশ আটক করেছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবদুল্লাহ আল হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় অস্ত্র নিয়ে ফেসবুকে ভাইরাল লিটন অস্ত্রসহ আটক
পরবর্তী নিবন্ধজুতা-ট্রলি ব্যাগের হাতলে ১৫ হাজার ইয়াবা