রাঙ্গুনিয়ায় ঋণের চাপে এক নারী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার লালানগর ইউনিয়নের পশ্চিম মোল্লা পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত নারীর নাম নুর আয়েশা বেগম (৪১)। তিনি ওই এলাকার মো. জামশেদুল আলমের স্ত্রী।
জামশেদুর আলম জানান, তিনি পেশায় একজন অটোরিকশা চালক হলেও সম্প্রতি তা বিক্রি করে তিনি চায়ের দোকান দিয়েছেন। রাতে তিনি দোকানেই থাকেন। তার দুই মেয়ের মধ্যে বড় মেয়ের বিয়ে হয়েছে। অপর মেয়ে প্রতিবন্ধী। সে রাতে মায়ের সাথে বাড়িতে থাকে। বৃহস্পতিবার ভোরে খবর পেয়ে বাসায় গিয়ে দেখেন তার বউ ফাঁসিতে ঝুলে রয়েছে।
তিনি আরো জানান, অসচ্ছলতার কারণে তার স্ত্রী গ্রামীণ ব্যাংক, পদক্ষেপ ও কারিতাস এই এনজিও সংস্থাগুলো থেকে দেড় লক্ষ টাকা ঋণ নিয়েছিল। আর সেই ঋণের চাপেই তার স্ত্রী আত্মহত্যা করেছেন বলে জানান তিনি।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) খাঁন নুরুল ইসলাম জানান, নিহত নারী তিনটি এনজিও থেকে দেড় লক্ষাধিক টাকা ঋণ নিয়ে মেয়ের বিয়ে দিয়েছেন। অন্যদিকে, তার স্বামী বাজার-সদাইও করতে পারে না এমনকি দোকানের ভাড়াও পরিশোধ করতে পারেনি। সব মিলিয়ে প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন। তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত করা হচ্ছে না।