রাঙ্গুনিয়ায় মসজিদে নামাজ পড়তে যাওয়ার পর পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার(১৯ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম কাছেমুল উলুম মাদ্রাসার পুকুর থেকে এই দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুই ভাইয়ের নাম মো. হাছান(১০) মো. হোসেন(৯)। তারা চন্দ্রঘোনা খোন্দকার পাড়া গ্রামের দিনমজুর মো. শফির সন্তান। তিনি বনগ্রাম আবুল খায়ের কলোনির ভাড়া বাসায় বসবাস করেন বলে জানান ইউপি সদস্য ইমরান হোসেন ইমু।
তিনি বলেন, “আজ বিকালে মাদ্রাসায় দুই ভাই নামাজ পড়তে যায়। এরপর থেকে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমনকি তাদের নিখোঁজের ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষও কিছু জানাতে পারেনি। পরে রাত সাড়ে ৯টায় মাদ্রাসার পুকুরে খুঁজতে গেলে মৃত অবস্থায় প্রথমে হাছানের মরদেহ পাওয়া যায়। এরপর জাল দিয়ে পুকুরে তলিয়ে যাওয়া অবস্থায় হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের পর চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আপন দুই ভাইয়ের এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিহত দুই ভাইকে জুমার নামাজ ও আছরের নামাজ মাদ্রাসার মসজিদে পড়তে দেখেছিল এলাকার অনেকে। এরপর তারা কীভাবে পানিতে পড়ে মারা গেছে তা রহস্যজনক।”
তবে মাদ্রাসার ওই পুকুরে প্রতি বছর পানিতে ডুবে মাদ্রাসার ছাত্র ও এলাকার নানা বয়সের মানুষের প্রাণহানির ঘটনা ঘটে বলে জানান তিনি।