চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ফের গাছ ভেঙে যান চলাচল ব্যাহত

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ৬ আগস্ট, ২০২৩ at ৮:০৬ অপরাহ্ণ

টানা বৃষ্টির কারণে আবারো চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উপর গাছ ভেঙে পড়ে দু’পাশের যানবাহন বন্ধ ছিল। বড় গাছটি সরিয়ে নিতে ৫০ মিনিট সময় লেগে যায় ফায়ার সার্ভিস কর্মীদের। এতে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল সড়কটিতে। এতে সড়কটির দুই পাশে দীর্ঘ যানজট লেগে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

আজ রবিবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কাটাখালি এলাকায় সড়কের পাশের বড় একটি রেন ট্রি (শিশু গাছ) হঠাৎ ভেঙে সড়কে পড়লে এ ঘটনা ঘটে। বেলা পৌনে ১২টার দিকে রাঙ্গুনিয়া ফায়ার এন্ড সিভিল ডিফেন্সের একদল কর্মী গিয়ে গাছটি কেটে সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও রাঙ্গুনিয়া ফায়ার এন্ড সিভিল ডিফেন্সের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ১১টার দিকে প্রচুর ভারী বৃষ্টি হচ্ছিল। তখন ওই স্থানে সড়কের পাশের একটি বড় রেন ট্রি হঠাৎ ভেঙে পড়ে সড়কের মাঝখানে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।

আবুল হোসেন নামের এক অটোরিক্সা যাত্রী জানানন, তিনি উপজেলার চন্দ্রঘোনা লিচু বাগান থেকে জরুরি কাজে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন কিন্তু সড়কে যানজটে তিনি পথে আটকে ছিলেন ঘন্টাখানেক। দেরি হওয়াতে তার কাজটি হয়তি হবে না বলে আশংকা প্রকাশ করেন তিনি।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের রাঙ্গুনিয়ার স্টেশন কর্মকর্তা জাহেদুর রহমান বলেন, “সড়কের উপর গাছ পড়ে যান চলাচল বিঘ্নিত হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছি। গাছটি কেটে খণ্ড খণ্ড করে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। দুই দিনে রাঙ্গুনিয়ার অন্তত ৮টি স্থানে গাছ পড়ে যান চলাচলে বিঘ্ন হয়। ঝুঁকিপূর্ণ গাছগুলো কেটে ফেললে এসব ঝামেলা এড়ানো সম্ভব।”

উল্লেখ্য, গতকাল শনিবার সকালে কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার সীমান্ত রাউজানের তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় একটি বড় আকাশমনি গাছ সিএনজিচালিত অটোরিক্সার উপর পড়ে। এতে চালক ও এক যাত্রী আহত হয়। এর আগের দিনও একই সড়কের ইমাম গাজ্জালী কলেজ এলাকায় আরও একটি গাছ ভেঙে পড়েছিল।

পূর্ববর্তী নিবন্ধএস আলমের আলাদিনের চেরাগের অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের
পরবর্তী নিবন্ধচন্দনাইশের নিম্নাঞ্চল প্লাবিত