রাঙ্গুনিয়ায় বাড়ির ছাদ থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। তার নাম ইয়াসমিন আক্তার (৩৭)। তিনি ওই এলাকার প্রবাসী সেকান্দরের স্ত্রী।
আজ সোমবার (১১ এপ্রিল) পুলিশ তার মরদেহ উদ্ধার করে মময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
স্থানীয় ইউপি সদস্য ইউনুস মিয়া বলেন, “আজ সোমবার গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর কথা শুনে তাদের ঘরে যাই। এসময় তার দশম শ্রেণিতে পড়ুয়া বড় ছেলে জানায়, রবিবার বিকাল থেকেই তার মাকে অস্বাভাবিক দেখাচ্ছিল। ইফতারের পর থেকেই বাড়ির ছাদে গিয়ে দরজা বন্ধ করে বসে ছিলেন তিনি। সন্তানরা তাকে সেখান থেকে নেমে আসতে বললেও তিনি উল্টো তাদের মারধর করার ভয়ভীতি দেখান। মধ্যরাতে সেহরি খাওয়ার জন্য তাকে আবারও ডাকা হলে তখনও তিনি তাদের খেয়ে ঘুমিয়ে যেতে বলেন। এরপর সকালে ছাদে গিয়ে দেখেন সিঁড়ির দরজা খোলা এবং ওড়না পেঁচিয়ে তার মরদেহ ঝুলছে। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।”
এই বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী জানান, গৃহবধূর পরিবারে ছেলে সন্তান ছাড়াও ৮ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। স্বামী দীর্ঘ ১৪ বছর ধরে ওমান প্রবাসী ছিলেন। কয়েক বছর আগে একবার দেশে এসেছিলেন। গৃহবধূটি ইতিপূর্বেও কয়েকবার ঘুমের ঔষধ খেয়েছিলেন। তাই মানসিকভাবে তিনি ভালো ছিলেন না বলে মনে হচ্ছে। ঘটনার দিন রাতেও তিনি ছাদে উঠে সারারাত ওখানেই ছিলেন। সন্তানরা তাকে নামাতে চেয়েও পারেননি। সকালে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।