রাঙ্গুনিয়ায় ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় পলিথিন মজুদ করায় দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার রাণীরহাট এলাকার মেসার্স খাজা নূর স্টোরে অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করে মালিককে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম এই অভিযান চালান।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার পক্ষে প্রসিকিউশন প্রদান করেন সহকারী পরিচালক মো. আফজারুল ইসলাম। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।