রাঙ্গুনিয়ার পুলিশের নিখোঁজ স্ত্রী আনোয়ারায় উদ্ধার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ জানুয়ারি, ২০২৩ at ১০:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিখোঁজ পুলিশ সদস্যের স্ত্রীকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে আনোয়ারা উপজেলা থেকে পুলিশ তাকে উদ্ধার করে আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে আদালতে পাঠালে দুপুরের দিকে আদালত তাকে সেফহোমে পাঠিয়ে দেয়।

গত ১৪ জানুয়ারি রিপা আক্তার (২১) নামে ওই গৃহবধূ উপজেলার কোদালা ইউনিয়নের পূর্ব কোদালা মোহাম্মদপুর ৮ নম্বর ওয়ার্ড এলাকার শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন। এ ঘটনায় ওই গৃহবধূর শ্বশুরবাড়ি ও বাবার বাড়ির লোকজন পাল্টাপাল্টি অভিযোগ করেছিল।

রিপার শ্বশুরবাড়ির লোকজনের অভিযোগ ছিল, টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্য কারো সঙ্গে পালিয়ে গেছে সে। তবে গৃহবধূর পিতার বাড়ির লোকজনের অভিযোগ ছিল যৌতুকের জন্য তাকে গুম করা হয়েছে।

গৃহবধূটির স্বামী মুহাম্মদ সাইফুল ইসলামের বাড়ি রাঙ্গুনিয়া হলেও তিনি থাকেন খাগড়াছড়ির মহালছড়ির এপিবিএন (আমর্ড পুলিশ ব্যাটালিয়ান)-এ।

মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “গত ১৫ জানুয়ারি তিনি তার কর্মস্থল খাগড়াছড়ির মহালছড়ির এপিবিএন-এ কর্মরত ছিলেন। তার বড় ভাই তাকে মোবাইল ফোনে তার স্ত্রীর নিখোঁজের বিষয়টি জানান। পরে ঘরে এসে জানতে পারেন ১৪ জানুয়ারি রাতে সবার অগোচরে ঘর থেকে বেরিয়ে গেছে তার স্ত্রী। যাওয়ার সময় নগদ ৪ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালঙ্কারও নিয়ে গেছে।”

পরে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় স্ত্রী নিখোঁজ হওয়ার ডায়েরি করেন সাইফুল ইসলাম।

এ ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওবায়দুল ইসলাম বলেন, “প্রযুক্তি ব্যবহার করে ওই গৃহবধূকে কথিত প্রেমিকের বান্ধবীর বাড়ি চট্টগ্রামের আনোয়ারা থেকে উদ্ধার করা হয়। মঙ্গলবার ভিকটিমকে আদালতে পাঠিয়ে দেয়া হয়।”

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে আব্দুল করিম হত্যা মামলায় বাবা-মা ও ছেলের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার