রাঙ্গুনিয়ায় কৃষি জমির টপসয়েল কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে এক ইউপি সদস্যসহ তিনজনকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার রাজানগর ইউনিয়নের শিয়ালবুক্কা কৃষি জমিতে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাজানগর ইউনিয়ন পরিষদের সদস্য শাহেদুল ইসলাম সমন্বয়কারী হিসেবে জমির মালিক রফিক উদ্দীনের জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করতে আব্দুল মান্নানের এস্কেভেটর ভাড়া করেন। পরবর্তীতে কৃষি জমির মাটি কেটে তা পাশের রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার মিয়া কোম্পানির ইটভাটায় বিক্রি করেন।
পুরো ঘটনায় জমির মালিক, এস্কেভেটরের মালিক ও ইটভাটাসহ সবগুলো পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করেন শাহেদুল ইসলাম। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কৃষি জমির দুই স্থানে প্রায় ১৫ ফুট গভীর করে মাটি কাটা হয়েছে। টপসয়েলের মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইউপি সদস্য শাহেদসহ তিনজনকে আসামী করে মোট ২ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় রাঙ্গুনিয়া থানা পুলিশ সহযোগিতা করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম।