রাঙ্গুনিয়ায় ৭ ব্যবসায়ীকে জরিমানা

বেশী দামে পণ্য বিক্রি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৭ এপ্রিল, ২০২২ at ৭:২৮ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় মোড়কে লেখা মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করা এবং দোকানে মূল্য তালিকা না থাকায় ৭ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার (১৭ এপ্রিল) উপজেলার মোগলের হাট ও স্বনির্ভর রাঙ্গুনিয়ার বাজারে এই অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী।

অভিযান পরিচালনায় সহযোগিতা করে রাঙ্গুনিয়া থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী বলেন, “রমজানে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে এই দুই বাজারের ৭ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইতিপূর্বে লিচুবাগান, দোভাষীবাজার, রোয়াজারহাটসহ বিভিন্ন বাজারেও একইভাবে অভিযান চালিয়ে জরিমানা আদায়সহ সতর্ক করা হয়েছিল। পুরো রোজার সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।”

পূর্ববর্তী নিবন্ধজব্বারের বলীখেলা হবে জেলা পরিষদ চত্বরে
পরবর্তী নিবন্ধহালদায় ১২ হাজার মিটার জাল জব্দের পর আগুনে ধ্বংস