রাঙ্গুনিয়ায় ৩০ শতক সরকারি খাস জায়গা উদ্ধার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ জানুয়ারি, ২০২৩ at ৮:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে ৩০ শতক খাস জায়গা উদ্ধার করেছে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম।

আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলের দিকে মরিয়ম নগর ইউনিয়নের মাইজপাড়া খেলার মাঠ ও জানাযার মাঠ উদ্ধার করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম বলেন, “পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিং করা বালু কর্ণফুলী নদীর তীরে রাখার কারণে সৃষ্টি হওয়া বালু চর স্থানীয় মো. আইয়ুব, আকতার হোসেন, আহমদ কবীর, শাহ আলম ও মো. ইকবালের দখল থেকে এসব জমি উদ্ধার করা হয়। এসময় তৈরি করা কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়।”

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ৩০ লাখ টাকার ইয়াবাসহ পাচারকারী গ্রেফতার
পরবর্তী নিবন্ধরোহিঙ্গাদের জন্মনিবন্ধন সনদ দেড় হাজার টাকায়