সাধারণ মানুষের পাশে বিএনপিকে পাওয়া যায় না: তথ্যমন্ত্রী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ মার্চ, ২০২৩ at ৭:৫৩ অপরাহ্ণ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেন, “বিএনপি শহরের রেস্টুরেন্টে কিংবা কাপ্তাই গিয়ে ছবি তুলে ফেসবুকে ছবি দিয়ে বলে আমরা মিটিং করেছি। অথচ সাধারণ মানুষের পাশে তাদের পাওয়া যায় না। তাদের করোনা, বন্যা কিংবা নানা দুর্যোগ-দুর্বিপাকেও পাওয়া যায় না কিন্তু ভোট আসলে ভাজ করা পায়জামা-পাঞ্জাবি পরে, জিয়াউর রহমানের মতো চোখে সানগ্লাস পরে এসে বড় বড় কথা বলবে।”

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের উপকারভোগী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, “তাদের জিজ্ঞেস করবেন দুর্যোগ-দুর্বিপাকে তারা কেন আসেনি। আওয়ামী লীগ জালের মতো করে গ্রামের অলিগলিতে যে পাকা রাস্তা করেছে তার গর্তটুকু ভরাট করতে পারবে কি না জিজ্ঞেস করবেন। তাদের থেকে সতর্ক থাকতে হবে এবং আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।”

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিছ আজগরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার, আবুল কালাম আজাদ, সদস্য ইলিয়াস কাঞ্চন চৌধুরী, শেখর বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হারুন সওদাগর, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন জল প্রমুখ। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ড. হাছান মাহমুদ বলেন, “১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার নানা ধরনের ভাতা চালু করেছে যা আগের কোনো সরকার করেনি। এখন প্রতিটি ইউনিয়নের হাজার হাজার মানুষ ভাতা পাচ্ছে। এর বাইরেও ভিজিডি, ভিজিএফ, ফ্যামিলি কার্ডসহ নানা সুবিধা চালু করেছে। নৌকা মার্কার সরকার এই ভাতাগুলো দিচ্ছে। শেখ হাসিনা যদি ক্ষমতায় না আসে তবে এসব ভাতা বন্ধ হয়ে যাবে। অন্য কোনো সরকার আসলে এসব ভাতা বন্ধ হয়ে যাবে। যে সরকার চাল, ডাল, তেল, চিনি, ভাতা দেয়, সেই সরকার ভোটটিও পাবে আশা করি।”

পূর্ববর্তী নিবন্ধডাচ-বাংলার ছিনতাইকৃত সোয়া ১১ কোটি টাকার ৯ কোটি উদ্ধার
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে হত্যা মামলার ৮ আসামী গ্রেফতার